মেসি কোপা আমেরিকা কাপ জিততে চান

মেসির এবারে লক্ষ্য কোপাতে চ্যাম্পিয়ন হওয়া।  কিন্তু সব ঠিক চললে ফাইনালে দেখা হবে নেইমারের ব্রাজিলের সঙ্গে।  টানা ম্যাচ খেলতে হচ্ছে কোপাতে। তার ওপর মাঠের অবস্থা ভাল নয়। সবসময় অসুবিধায় পড়তে হচ্ছে।  আর্জেন্টিনা এখন সেমিফাইনালে উঠেছে। সামনে কলোম্বিয়া। আর এক গোল করলেই তিনি  পেলের করা ৭৭গোলকে স্পর্শ করবেন। তবে তিনি নিজেকে নিয়ে চিন্তা না করে দলের সাফল্যের ব্যাপারে ভাবছেন।