ইতালি টাই ব্রেকারে জিতল

ইতালি স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল।  খেলা গড়াল  টাইব্রেকার পর্যন্ত। প্রথমার্ধে  কোন গোল  হয় নি। বিরতির পর  খেলা ধরে নেয় ইতালি।৬০ মিনিটের মাথায়  কিয়াসা তৎপরতার সঙ্গে  সোয়ারভিং  শটে গোল করে ইতালিকে এগিয়ে দেন। কিন্তু ৮০ মিনিটে পরে নামা মোরাতা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। টাই ব্রেকারে ইতালি গোলরক্ষক মোরাতার শট বাঁচালে ইতালি টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে ইউরো ফাইনালে পৌঁছে গেল।