হ্যারি সুযোগ হারাতে চান না

গত বিশ্বকাপের পর ইউরোর সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড কোচ সাউথগেট দলের সকলকে বলেছেন এটাই সেরা সুযোগ  দেশের মানুষ যাতে আনন্দ করতে পারে।  তারা ফাইনালে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। অধিনায়ক হ্যারি কেন জানান গত বিশ্বকাপের পর তারা আবার ইউরো সেমিফাইনালে উঠেছেন। আগের থেকে দলে  খেলার অনেক উন্নতি হয়েছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। ভুল করা একদম  চলবে না।