এখন পর্যন্ত দু দল মুখোমুখি হয়েছে ১০৫ বার ব্রাজিল জিতেছে ৪১ বার,হেরেছে ৩৮ বার ও ড্র হয়েছে ২৬ বার। ব্রাজিল গোল করেছে ১৬৩টি ও খেয়েছে ১৬০টি । এর আগে ২০১৯ র কোপায় সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে হারায় ২-০ গোলে। নেইমার ও মেসি পরস্পরের বিরুদ্ধে খেলেছে ৫ বার। তার মধ্যে মেসি গোল করেছে ৬ টি এবং নেইমারের গোলসংখ্যা ১।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...