ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি

এখন পর্যন্ত দু দল মুখোমুখি হয়েছে ১০৫  বার ব্রাজিল জিতেছে ৪১ বার,হেরেছে ৩৮ বার ও ড্র হয়েছে  ২৬ বার।  ব্রাজিল গোল করেছে ১৬৩টি ও খেয়েছে ১৬০টি ।  এর  আগে  ২০১৯ র কোপায় সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে হারায় ২-০ গোলে। নেইমার ও মেসি পরস্পরের বিরুদ্ধে  খেলেছে ৫ বার। তার মধ্যে মেসি গোল করেছে ৬ টি এবং নেইমারের  গোলসংখ্যা ১।