কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার মেসি একের পর এক নজির তৈরী করছেন। তিনি দেশের হয়ে সর্বাধিক ম্যাচ (১৪৭ টি )খেলার নজির ভেঙেছেন। তিনি ৬ বার কোপা প্রতিযোগিতায় খেলেছেন ও এবারে ৫ টি গোল করতে সাহায্য করেছেন। ফাইনাল খেলার পর কোপায় তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করবেন। তবে দেশকে তিনি এই ট্রফি দিতে পারেন নি। মেসি নিজের নজির নিয়ে চিন্তিত নন। তিনি এবারে দেশে ট্রফি নিয়ে ফিরতে চান।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...