উয়েফার তদন্তের নির্দেশ

epa08300469 (FILE) - The Henri Delaunay trophy on display during the draw of the UEFA EURO 2020 playoff matches at the UEFA headquarters in Nyon, Switzerland, 22 November 2019 (re-issued on 17 March 2020). The UEFA EURO 2020 has been postponed to 2021 amid the coronavirus COVID-19 pandemic, the Norwegian Football Association (NFF) announced on 17 March 2020. EPA-EFE/SALVATORE DI NOLFI

প্রায় ৫৫ বছর পর কোন ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল ইংল্যান্ড ঠিকই কিন্তু বিতর্ক তার পিছু  ছাড়ছে   না। ইতিমধ্যেই পেনাল্টি নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।  রেফারিকে একাধিক মানুষ কাঠগড়ায় তুলেছে। অনেক ইংরেজ সমর্থক এই পেনাল্টির বিরুদ্ধে মুখ খুলেছেন। এছাড়া পেনাল্টি নেওয়ার  আগে এক দর্শক গোলরক্ষকের  চোখের  ওপর রশ্মিও ফেলেছে এবং ডেনমার্কের জাতীয় সংগীতের সময় ইংল্যান্ডের সমর্থকেরা অশোভনীয় আচরণ করেছিল। ক্ষুব্ধ উয়েফা সব বিষয়ের তদন্তের নির্দেবশ দিয়েছে।