কোপা কাপ পরিবার ও মারাদোনাকে উৎসর্গ

কোপা কাপ জিতল আর্জেন্টিনা।  এটাই মেসির দেশের হয়ে প্রথম সাফল্য। তিনি কোপার কাপটিকে নিজের দেশ  পরিবার ও ম্যারাদোনাকে উৎসর্গ করেছেন। এই আনন্দের দিনে তিনি ইন্সটাগ্রামে  লেখেন তিনি সাফল্য তার পরিবার  , নিজের দেশ,তার বন্ধুবান্ধব,ও আর্জেন্টিনার সাড়ে চার কোটি মানুষকে উৎসর্গ করছেন। তবে তিনি সকলকে করোনার  জন্য সাবধান করে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে বলেছেন।