হ্যারি কেন দল নিয়ে আশাবাদী

ইউরো কাপ জিততে পারেনি ইংল্যান্ড। তবে তারা ভেঙে পড়ছেন না। দলনায়ক হ্যারি কেন জানিয়েছেন  যে তারা যে বড় দলকে হারানোর ক্ষমতা রাখেন তা প্রমাণিত। ২০২২ শে  আগামী কাতার  বিশ্বকাপে  এই টিমের খেলোয়াড়দের  অভিজ্ঞতা বাড়বে এবং আরো ভাল ফল করার ব্যাপারে তিনি আশাবাদী। ফাইনালে হারের যন্ত্রনা মনের মধ্যে থাকবে। কোচ সাউথগেট  জানিয়েছেন যারা পেনাল্টি মিস করেছে তাদের দোষ দিয়ে লাভ নেই।