ইংল্যান্ড সমর্থকদের তান্ডব

ইউরো কাপে টাইব্রেকারে ইংল্যান্ড রবিবার হেরে গেছে ইতালির কাছে। তারপরই  শুরু হয়েছে ইংল্যান্ডে ঝামেলা। আগের ম্যাচ ডেনমার্কের মত  এই ম্যাচের আগে ইতালির জাতীয় সংগীতের সময় অশোভন আচরন  করেছে ইরেজ সমর্থকেরা । এই ম্যাচে  হারার পর  তাদের দলের তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। কারণ তারা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ম্যাচের শেষে বাড়ি ফেরার সময় বহু মানুষ সমর্থকদের হিংসার সম্মুখীন হয়েছেন ।