আবহাওয়া অফিসের সুখবর

On: Friday, November 23, 2018 11:27 PM

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আলিপুর আবহাওয়া অফিসের  সূত্রে জানা  গিয়েছে কলকাতা এবং তার আসে  পাশের তাপমাত্রা আসতে  আসতে  কমবে এবং  খুব শিগ্রই শীতের  হিমেল  হাওয়া তে ঢাকা পড়বে  শহর । তবে ঠিক এখনই  কলকাতা অথবা দক্ষিণ বঙ্গে বিশেষ পরিবর্তন হবে না,  তবে হবে ধীরে ধীরে ,আগামী দুই দিন  আকাশ  খুব  পরিষ্কার  থাকবে এবং উত্তরের হাওয়া শীতের  আমেজ  নিয়ে আসবে ,সর্বোচ্চ তাপমাত্রা  হবে ২৯ ডিগ্রি এবং সর্ব  নিম্ন হবে ১৮ ডিগ্রি ।