মুরগির দাম বাড়ছে

সব জিনিসের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছে মুরগির দাম। শিলিগুড়িতে গোটা মুরগির দাম ১৬০ টাকা এবং কাটার দর ২৫০-২৬০ টাকা। সপ্তাহ দুই আগে  এই দাম ২০-৩০ টাকা কম ছিল। এই দাম এখন কমার সম্ভাবনা নেই। ব্যবসায়ীদের  মতে ১৫- ২০ দিন পর দাম  কিছুটা কমতে পারে। তেলের দাম বেড়েছে। মুরগির ডিম ও খাবার বাইরে থেকে আসে। পরিবহন খরচ বাড়ছে। মুরগির উৎপাদন কম হওয়াও  এই দাম বৃদ্ধির আর একটি কারণ।