আগামী টোকিও অলিম্পিক য়ে তীরন্দাজি তে পদক পেতে মরিয়া ভারতীয় মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী
তিনি জানান বিগত দুটি অলিম্পিকের ব্যর্থতার স্মৃতি তিনি মুছে ফেলতে চান ।টোকিও তে নিজের সম্ভাবনা নিয়ে সংবাদ সংস্থা কে তিনি বলেনআমি চাইনা অতীতের পুনরাবৃত্তি হোক ,তবে ইতিহাস ভুলে যাওয়া কঠিন এখন আমি মনোনিবেশ করেছে পদক নেওয়ার জন্য ।