আসাম বাংলা সীমানা সিল

করোনার তৃতীয় ঢেউ উত্তরপূর্ব ভারত থেকে উত্তরবঙ্গ হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়তে পারে। এই আশংকায় অসম, বাংলা সীমানা সিল করা হল কোচবিহারের তুফানগঞ্জে। এছাড়া বারবিশাতেও  চেকিং চালু হয়েছে। সীমান্তের গ্রামের গলিপথ ও বন্ধ করা হয়েছে।  উত্তরপূর্ব ভারত থেকে বাংলাতে প্রবেশ করতে গেলে তাকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ বা করোনা পরীক্ষার  নেগেটিভ রিপোর্টের প্রমান দেখাতে হবে।