বক্সিংয়ে লাভলিনা জিতল। সে মঙ্গলবার হারাল জার্মানির নাদিন আপতেজকে। খেলার ফল ৩-২। সে কোয়ার্টার ফাইনালে উঠল। এবারে তার সামনে চিনা তাইপের প্রতিদ্বন্দ্বি। তাকে হারাতে পারলে লাভলিনার অলিম্পিকে পদক জয় নিশ্চিত হয়ে যাবে।মঙ্গলবার জেতার পর আসামে তার গ্রামের লোকেরা আতশবাজি জ্বালিয়ে উৎসব পালন করেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...