বক্সিংয়ে লাভলিনা জিতল। সে মঙ্গলবার হারাল জার্মানির নাদিন আপতেজকে। খেলার ফল ৩-২। সে কোয়ার্টার ফাইনালে উঠল। এবারে তার সামনে চিনা তাইপের প্রতিদ্বন্দ্বি। তাকে হারাতে পারলে লাভলিনার অলিম্পিকে পদক জয় নিশ্চিত হয়ে যাবে।মঙ্গলবার জেতার পর আসামে তার গ্রামের লোকেরা আতশবাজি জ্বালিয়ে উৎসব পালন করেন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...