কোন কারণে লোকসানে থাকা ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে ৯০ দিনের মধ্যে সে ব্যাঙ্কের গ্রাহক তার জমা থাকা টাকার মধ্যে ৫ লক্ষ টাকা ফেরত পেয়ে যাবেন। এই মর্মে একটি বিল সরকার চলতি বাদল অধিবেশনে আনছে। .এর আগে এই টাকার পরিমান ছিল এক লক্ষ টাকা। গত বছর থেকে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়। মানুষ যাতে অসুবিধায় না পড়ে ও ৯০ দিনের মধ্যে তা ফেরত পায় তাই এই সংশোধনী বিল নিয়ে আসা হচ্ছে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...