পরিবহন দপ্তর ছাড় দিল

সব ধরণের গাড়িতেই পারমিট ,ফিটনেস সার্টিফিকেট মেয়াদ শেষ হওয়ার আগে নবীকরণ করা জরুরি। তা না করা হলে মোটা টাকা জরিমানা হিসাবে দিতে হয়। করোনার কারণে পরিবহন দপ্তরের বহু অফিস অনেকদিন বন্ধ ছিল। মানুষের ইচ্ছা থাকলেও কাজ করার উপায় ছিল না। তাই পরিবহন দপ্তর এই সমস্ত নথিপত্র নবীকরণের সময়সীমা ৩১ সে ডিসেম্বর  পর্যন্ত বর্ধিত করেছে  এবং বিনা জরিমানায় টাকা জমা করা যাবে।