রাজ্য সরকার এ রাজ্যে আরো ৬ টি মেডিকেল কলেজ খুলছে। এগুলি খোলা হবে আরামবাগ,উলুবেড়িয়া,বারাসাত,তমলুক,ঝাড়গ্রাম ও জলপাইগুড়িতে। আরামবাগের কলেজ টি প্রফুল্ল চন্দ্র সেনের নামে, উলুবেড়িয়া কলেজ টি শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবং তমলুকের কলেজটি তাম্রলিপ্ত নাম দিয়ে খোলা হবে। বাকি তিনটি কলেজ স্থানীয় নামে খোলা হবে। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এই ৬ টি মেডিকেল কলেজ রাজ্য সরকার খুব তাড়াতাড়ি চালু করবে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...