গতকাল পালিত হলো প্রয়াত কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী

গতকাল প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বিধান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রয়াত কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হলো ।সৌমেন মিত্রের স্ত্রী ও এই ট্রাস্টের চেয়ার পার্সন শিখা মিত্র তার বাড়ির কাছে জলজমে যাওয়ার কারণে এই অনুষ্ঠানে হাজির হতে পারেননি ।পাশাপাশি দিল্লিতে সংসদ চলার অধীর চৌধুরী ও প্রবীর ভট্টাচার্জি এই সভাতে উপস্থিত থাকতে পারেননি তবে প্রদেশ সভাপতি তার বার্তা বলেন সৌমেন মিত্র আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন তার অভাব সব সময়অনুভব করি ।