সি আই এস এফ সময় চায়

ভোটের  দিন শীতলখুচিতে গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় সি আই এস এফ র ৬ জন অভিযুক্ত।  সি আই ডির তরফে   সোম ও  মঙ্গলবারে প্রতিদিন তিন জন করে তাদের ভবানী ভবনে হাজির হওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু তারা ই মেল করে সাত দিন সময় চেয়েছে।  তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। এর আগেও তাদের হাজির হতে বললেও  তারা আসেননি। তাদের না আসার জন্য তদন্ত এগোচ্ছে না বলে জানা গেছে।