অলিম্পিকের কুস্তি প্রতিযোগিতার ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠলেন রবি কুমার দাহিয়া।ফলে ভারতের একটি সোনা বা রুপোর পদক নিশ্চিত। তবে রবির চোখ সোনার দিকে। সেমিফাইনালে তিনি হারালেন কাজখস্থানের কুস্তিগীরকে। তবে তিনি এই খেলায় এক সময় ২-৯ পয়েন্টে পিছিয়ে যান। তারপর তিনি পয়েন্টের ব্যবধান কমিয়ে ৫-৯ করেন। কিন্তু একদম শেষ লগ্নে প্যাঁচের কৌশলে রবি তার প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...