বিদ্যুৎ চুরি

মেটিয়াবুরুজ অঞ্চলে পুলিশ ও সি ই এস সি  অনুসন্ধান  চালিয়ে ওভারহেড তার থেকে বিদ্যুৎ চুরি করে বিক্রি করার একটি চক্রের সন্ধান পেয়েছে। এই অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালত তাকে আগামী মঙ্গল বার পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে। অভিযুক্ত সি ই এস সির  বিল না দিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে  মাসে মাসে বিদ্যুৎ বাবদ টাকা নিত। এই চোরাই বিদ্যুৎ  ব্যবসা,দোকান এবং বাড়ির কাজে ব্যবহার করা হয়।