মহিলা বিশ্ববক্সিং চ্যাম্পিয়নশিপ

India's Chungneijang Mery Kom Hmangte (red) fights with Kazakhstan's Zhaina Shekerbekova (blue) during their women's fly (48-51kg) boxing match final at the Seonhak Gymnasium during the 2014 Asian Games in Incheon October 1, 2014. REUTERS/Kim Kyung-Hoon (SOUTH KOREA - Tags: SPORT BOXING) - RTR48FQB

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : আজ  দিল্লিতে  মহিলা  বিশ্ববক্সিং  চ্যাম্পিয়নশিপের  ৪৮ কেজি  বিভাগের  ফাইনালে মেরি  কম  মুখোমুখি  হচ্ছেন  হানা  ওখ ও  টার । তার  আগে  পোল্যান্ডে  মেরি  মুখোমুখি  হয়েছিলেন  হানা  । কিন্তু  হানা সেইবার  মেরির সামনে দাঁড়াতেই পারেননি  সুতরাং  ভারতের  হয়ে  টানা ৬ বার বিশ্ববক্সিং  চ্যাম্পিয়নশিপ  জেতার  বিশ্ব  রেকর্ড  করার সম্ভবনা আছে মেরি  কমের ।  ওপর  দিকে ৫৭ কেজি বিভাগে ভারতীয় বক্সার সোনিয়া  চাহাল  উত্তর  কোরিয়ার  জো  সং  হুয়া  কে হারিয়ে  ফাইনালে  উঠলেন ।