বাজারে প্রতিটি আনাজের দাম বেড়ে গেছে। কুমড়ো,বেগুণ ৩০ থেকে ৫০ টাকা।দেশি পটল ৭০ টাকা দরে বিকোচ্ছে। দুই এক সপ্তাহের মধ্যে প্রতিটি সবজির দাম ১০ – ২০ টাকা বেড়ে গেছে। ভাল পেঁয়াজ ৫০ টাকায় গিয়ে ঠেকেছে। ফলে মানুষ নাজেহাল। তারা এখন বাধ্য হয়ে তরকারীর খরচ কমাচ্ছেন এবং কম পরিমানে কিনছেন। পাইকারি বাজারে দাম না বাড়লেও লোকাল ট্রেন না চলা,ডিজেলের দাম বৃদ্ধি এসবই দাম বৃদ্ধির কারণ বলে অনেকের অভিমত।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...