নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যাদবপুরের সন্তোষ পুরে মিনিবাস স্ট্যান্ড থেকে স্টার্টার দের গুমটি উৎখ্যাত করাকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন মিনিবাস চালক ও কর্মীরা । এর পরে পুলিশ কয়েকজন বাস চালক কে আটক করলে তারা বন্ধ করে দেয় সন্তোষ পুর – বিবাদী রুটের বাস চলাচল ।এই জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...