গোটা অগাস্ট মাস ধরে করোনা নিয়ন্ত্রন বিধি বলবৎ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।বর্তমান বিধিনিষেধ এ মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। ১৬ই অগাস্ট নতুন নিয়ম চালু হবে। নতুন নিয়মে সব দোকান, বার ও রেস্তোরা স্বাভাবিক সময় অবধি খোলা থাকবে। নাইট কার্ফু রাত নটা থেকে ৫ টার পরিবর্তে ১১ টা থেকে ৫ টা অবধি বলবৎ থাকবে। ৫০% দর্শক নিয়ে সিনেমা হল ,মুক্তমঞ্চ খুলবে। তবে মাস্ক সহ দূরত্ববিধি বজায় থাকবে। নিয়ম না মানলে প্রশাসন ব্যবস্থা নেবে।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...