জলপাইগুড়ির মাল বাজার পুরসভা এলাকায় বাইসনের আক্রমণে শুক্রবার ভোরে এক মহিলার মৃত্যু হয়। তার নাম সীতা দেবী। তিনি ফুল তোলার সময় একটি জংলী বাইসন তাকে গুঁতিয়ে দেয়। পরে বনকর্মীরা সকাল প্রায় সাড়ে নটা নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করেন। ক্রেনের সাহায্যে তাকে গোরুমারায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় বাইসনটি বাঁচে নি। তবে বনদপ্তর এব্যাপারে এখনো কিছু জানায় নি।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...