তেল নিয়ে বাক যুদ্ধ

অর্থমন্ত্রী জানান আগের ইউপিএ  সরকার তেল বন্ড ছেড়েছিল। সেই বন্ডের  টাকা ও সুদ মেটানোর জন্যই তিনি তেলের শুল্ক কমাতে পারছেন না। তেলের দাম না কমার জন্য আগের সরকার দায়ী। কংগ্রেস এই  ব্যাপারে প্রতিবাদ করেছে। তারা জানায় এই সরকার এইখাতে এপ্রিল পর্যন্ত ৩৫০০ কোটি টাকা দিয়েছে কিন্তু এই খাতে আয়  করেছে ৪ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা এদিকে অশোধিত তেলের দাম কমলেও  দেশে তেলের দাম কমাতে সরকার আগ্রহী নয়।