ব্যাংকের লকার বিধির সংশোধন

শীর্ষ ব্যাঙ্ক লকার বিধি পাল্টাচ্ছে।  এই নতুন বিধি কার্যকর হবে ১লা  জানুয়ারী ২০২২ থেকে। নতুনদের সঙ্গে পুরানোরাও  এই নিয়মের কবলে পড়বেন। এই নিয়ে আইবিএ একটি চুক্তি তৈরী করবে   যা সমস্ত ব্যাংকগুলি মেনে  চলবে। চুরি,,ছিনতাই ,আগুনলাগা,  কর্মীদ্বারা প্রতারণা এই সমস্ত কিছুর জন্য  ব্যাংকের দায়  বার্ষিক লকার  ভাড়ার  ১০০ গুনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিতে  বা গ্রাহকের ভুল হলে  সেই দায় ব্যাঙ্ক নেবে না। টানা তিন বছর ভাড়া না পেলে ব্যাঙ্ক নিয়ম মেনে লকার  খুলতে পারবে।