ইরান থেকে তেল আমদানি করার প্রস্তুতি নিচ্ছে চীন

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বাণিজ্যিক  মহল সূত্রের খবর ইরান  থেকে অপরিশোধিত  তেল  আমদানির ক্ষেত্রে আমেরিকা যে হুঁশিয়ারি দিয়েছে সেই  ভয় কাটাতে  চীন  উদ্যোগ নিয়েছে যে প্রতিদিন তারা , ইরান থেকে ৩,৬০,০০০ ব্যারেল  তেল কিনতে  পারে । প্রসঙ্গত  ইরানি তেলের এশিয়ার  প্রধান হলো  চীন ,প্রসঙ্গত উল্লেখ্য  মার্কিন  যুক্ত রাষ্ট্র  ইরান থেকে তেল  কেনার  ক্ষেত্রে যে দেশ  গুলিকে ৬ মাসের ছাড়  দিয়েছেন  সেই দেশ  গুলির  মধ্যে চীন  ছাড়াও  রয়েছে ভারত ,দক্ষিন কোরিয়া ,জাপান ,তুরস্ক  ,গ্রিস  এবং ইতালি ।