আমাদপুর চৌধুরী পরিবারের পুজো (পূর্ব বর্ধমান জেলা )

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কথিত আছে প্রায় ৪০০ বছর আগে চৌধুরীরা বর্ধমানের একটি ছোট গ্রামে ও তার আসে পাশে বসতি স্থাপন করে ও তাদের জমিদারি প্রতিষ্ঠা করে ।সময়ের সাথে তারা অতন্ত্য প্রভাব শালী জমিদার হয়ে ওঠে ।তাদের বাড়ি ,মন্দির ও আমের বাগান ও দীঘি (পুকুর) বিশাল অতীতের সাক্ষ্য বহন করছে ,দর্শনার্থীদের তারা অতন্ত্য আদরের সাথে আপ্যায়ন করেন এবং পুজো দেখার সুযোগ করেদেন ।