গুশকরার মাঝি পরিবারের পুজো (বর্ধমান জেলা )

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ববর্ধমান জেলার এই দুর্গাপুজোটি নবাব আলী বর্দি খানের আমল থেকে শুরু হয়ে আজো অব্দি অব্যাহত রয়েছে । এইখানে পুজোর বিশেষত্ব হলো দেবী তার দুই বন্ধু জয়া এবং বিজয়া সহ সিংহের উপরে আসীন ।এইখানে দেবীর সন্তানেরা অনুপস্থিত ।এই ঘুসকরা তে পুজোর সমস্থ পশু বলি এইখানে তৈরি হয় ।