আইএস এলে জয় পেলো নর্থ ইস্ট ইউনাইটেড

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  পুনের  ছত্রপতি  শিবাজী স্পোর্টস  কমপ্লেক্সে  আইএসএলের  পঞ্চম  পর্বের  খেলায়  ২-০ গোলে  পুনে  সিটি  কে হারালো জন আব্রাহামের দল । এই দিন  ম্যাচের শুরু থেকেই  আক্রমনাত্বক ফুটবল খেলতে শুরু করে নর্থ ইস্ট  ইউনাইটেড । খেলার ২৩ মিনিটের মাথায় নর্থঈস্টের  হয়ে গোল করেন  ওগো  বেঁচে ,প্রথম অর্ধে  খেলার ফলাফল  থাকে ১-০ এবং দ্বিতীয় অর্ধের  একদম শেষ লগ্নে  নর্থ  ঈস্টের  হয়ে দ্বিতীয়  গোল  টি করেন হুয়ান  মাসিয়া ।