চন্দ্রকোনার মল্লেশ্বর মন্দিরে রীতি নীতি মেনে আজো হয়ে চলেছে দুর্গতুৎসব

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঐতিহাসিক মল্লেশ্বর মন্দিরে পুরোনো রীতি ,নীতি মেনে দূর্গা পূজা হয়ে আসছে ।দূর্গা প্রতিমা তৈরি না করেই এইখানে পুজো হয় ।চন্দ্রকোনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ঐতিহাসিক মন্দির টি তৎকালীনখয়ের মল্লরাজা প্রতিষ্ঠা করেছিলেন ।জানা যাচ্ছে মল্লরাজা এই মন্দির ছেড়ে দেওয়ার পরে চন্দ্রকেতু রাজা ১২৩৮ বঙ্গাব্দে এই মন্দির টির পুনর
সংস্কার করেছিলেন ,বর্তমানে চক্রবর্তী পরিবার এইমন্দির টির দেখভাল করেন নবমীর দিন ছাগ বলির পাশাপাশি মহিষ ও বলি হয় ।প্রথা আছেবলির আগে একটি শঙ্খচিল কে আকাশে ওড়ানো হয় তাকে আকাশে উড়তে দেখার পরেই মহিষ বলি হয় ।পূজা চলে প্রতিপদ থেকে দশমী অব্দি ।