খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সরকারের নির্দেশ ছিল করোনা সতর্কতা বিধি মানতে হবে চতুর্থী অব্দি {কার্ফ্যু জারি থাকবে রাত ১১ থেকে ভোর ৫ টা অব্দি } কিন্তু বাস্তবে দেখা গেলো মহালয়ার পর থেকেই সমস্ত করোনা বিধি উড়িয়ে মণ্ডপে মণ্ডপে চলছে জমায়েত ।বিশেষকরে তৃতীয়ার রাত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে কলকাতার উত্তর থেকে দক্ষিণে সব মণ্ডপে ,কোথায় ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম হলে পুজো কর্তা ও পুলিশ মাইল আলো নেভানোর মত সিদ্ধান্ত নিয়েছে ।উৎসব মরশুমে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতংকিত সরকার ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...