কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত তিনজঙ্গি এবং এক জোয়ান

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  জম্মু কাশ্মীরের  কুলগাম  এবং পুলওয়ামা তে  জঙ্গি  দের  সঙ্গে সেনা  বাহিনীর একটি  পৃথক সংঘর্ষে  নিহত হয়েছে  কাশ্মীরের  আইএসয়ের  নেতা  শাকির  হাসান দাশ  সহ  তিন জঙ্গি ,পুলগামের  রেদোয়ানি  এলাকাতে  সংঘর্ষে  নিহত হয়  লস্কর  জঙ্গি এজাজ  আহমেদ এবং বাসির আহমেদ  মালিক , সেনা  বাহিনীর  তরফে নিহত হন জোয়ান প্রকাশ যাদব ।