তৃণমূল তার গোয়ার সংগঠনের দায়িত্ব দিচ্ছেন কৃষ্ণনগরের সাংসদ কে

প্রথমে অর্পিতা ঘোষের শুন্য আসনে আজকে তৃণমূল মনোনয়ন দেয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেরিও কে
এর পরে ঠিক সন্ধ্যা বেলাতে গোয়া তে তৃণমূলের তরফে গোয়ার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে ।সকলের ধারণা ছিল দেড়েক ওব্রায়েন হয়তো ওই দায়িত্ব পেতে পারেন । কিন্তু তাকে দায়িত্ব দিলো না তৃণমূল কারণ তিনি আসন্ন পুরসভা নির্বাচন গুলিতে দায়িত্ব প্রাপ্ত্য হবেন বলে । দলের অন্দরে এই কোথাও উঠেছে যে ডেরেকের সাংগঠনিক দক্ষতার বিশেষ অভিজ্ঞতা নেই বলেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি ।