রাজকোষ বাড়ানোর লক্ষমাত্রা নিয়েছে কেন্দ্র

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃতীয় দফার “ভারত বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের “(ইটিএফের ) মাধ্যমে ভারত সরকার ১০ হাজার কোটিটাকা রাজকোষে জমা করার লক্ষ্য মাত্রা স্থির করেছে ।সরকারি সূত্রের খবর আগামী ২০২১ সালের ৩-৯ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারেন লগ্নিকারীরা ।