খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে একাদশ আইএস এলের প্রথম খেলাতে চেন্নাইয়িন এফসি হারালো হায়দ্রাবাদ এফসি কে১-০ গোলে ।বাম্বলিমের মাঠে প্রথম অর্ধে ফলাফল ছিল গোল শুন্য এবং হায়দ্রাবাদের দাপট ছিল বেশি ।ওই অর্ধেই সব থেকে বেশি সহজ সুযোগ নষ্ট করেন ওগবেছে । ৬৫ মিনিটের মাথায় চেন্নাইয়ের অনিরুদ্ধ থাপা কে বক্সের মধ্যে ফাউল করে হিতেশ শর্মা ,পেনাল্টি পায় হায়দ্রাবাদ এবং গোল করেন হাঙ্গেরিয়ান স্ট্রাইকার ভ্লাদিমির কোমান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...