গতকাল আইএস এলে জয়ী হলো চেন্নাইয়িন এফসি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে একাদশ আইএস এলের প্রথম খেলাতে চেন্নাইয়িন এফসি হারালো হায়দ্রাবাদ এফসি কে১-০ গোলে ।বাম্বলিমের মাঠে প্রথম অর্ধে ফলাফল ছিল গোল শুন্য এবং হায়দ্রাবাদের দাপট ছিল বেশি ।ওই অর্ধেই সব থেকে বেশি সহজ সুযোগ নষ্ট করেন ওগবেছে । ৬৫ মিনিটের মাথায় চেন্নাইয়ের অনিরুদ্ধ থাপা কে বক্সের মধ্যে ফাউল করে হিতেশ শর্মা ,পেনাল্টি পায় হায়দ্রাবাদ এবং গোল করেন হাঙ্গেরিয়ান স্ট্রাইকার ভ্লাদিমির কোমান ।