বেঙ্গালুরু এফসির খেলার আরো উন্নতি চান সুনীল ছেত্রী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আইএস এলের প্রথম খেলাতে নর্থ ইস্ট কে ৪-২ গোলে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি ,কিন্তু ওই ফলাফলে সন্তুষ্টনন তাদের দলের অধিনায়ক সুনীল ছেত্রী ।তিনি দলের খেলার আরো উন্নতি চান ।আজকে গোয়ার মাঠে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেনওড়িশা এফসি ।বেঙ্গালুরু কোচ বলেন আমি প্রথম ম্যাচের ইতিবাচক দিক গুলি বলে তাদের উদ্বুদ্ধ করছি ।৩ পয়েন্ট পেয়ে আমরা স্বস্ত্যি জনক জায়গায় থাকলেও সুনীলের খিদে কিন্তু কমেনি ।