খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইস্টবেঙ্গলদলটির সঙ্গে চিমা ওকোরি নামটি একাত্ব হয়ে গিয়েছিলো ।ডার্বি ম্যাচে চিমা ওকোরি নামলেই “চিমাচিমা। ধ্বনিতে দর্শক রা উদ্বুদ্ধ করতেন তাকে ,নিজেদের এবং দল কে ।এই বার সেই জায়গায় এসেছেন ড্যানিয়েল চিমা তবে প্রথম ম্যাচে তিনি খুব একটা ছাপ রাখতে পারেননি।তবে ইস্টবেঙ্গলের দর্শক কুল চিমার উপরে ভরসা করছেন এবং ওপর স্ট্রাইকার পেরোসভিকের হৃদয়ে ।
তার মস্তিস্ক দিয়ে ফুটবল খেলাটা মনে ধরেছে তাদের ।