ব্ল্যাক বক্স থেকে কারণ জানা যাবে

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ – যন্ত্রের গন্ডগোল ,কুয়াশা না অন্য কিছু তা জানতে  ব্ল্যাক বক্সের  তথ্যের ওপর নির্ভর করতে হবে। আজ তদন্তকারী দল ও তামিলনাড়ু পুলিশ দুর্ঘটনা স্থল ঘুরে দেখেন।  তদন্তকারী দলে ৮ জন সদস্য রয়েছেনা।দ্রুত এই তদন্ত শেষ করে  কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা  সর্বসমক্ষে নিয়ে আসা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বায়ুসেনা জল্পনা ও গুজব না ছড়াতে অনুরোধ করেছে।