হাবাস হারের হ্যাটট্রিক থামাতে চান

মোহনবাগান পর পর দু ম্যাচে ৭ গোল খেয়েছে।  তারা শনিবার নামবে চেন্নাইর বিরুদ্ধে। হাবাসের ধারণা দল  ঘুরে দাঁড়াবে। তার দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের সেরা খেলা খেলে জয়  ফিরিয়ে আনবেন। ডিফেন্সে  তিরি এবং দীপক টাংরি দলে ফিরে  আসছেন। চেন্নাই মাত্র ১ টি গোল খেয়েছে।  তাদের ডিফেন্স ভাল এবং খেলায় শক্তি প্রয়োগ করে। তাই কৃষ্ণদের সামনে কঠিন পরীক্ষা রয়েছে।