পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৪৭ রানের জবাবে   অস্ট্রেলিয়া করেছে ৪২৫ রান। তাদের ট্রাভিস হেড  ১৫২  রান করেন । এর ফলে অস্ট্রেলিয়া  ২৭৮ রানে এগিয়ে যায়। দ্বিতীয় বারে  ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে ২ উইকেটে ২২০ রান করেছে। মালান  ৮০ ও রুট ৮৬ রানে অপরাজিত আছেন। তবে অস্ট্রেলিয়াকে চাপ দিতে হলে  ইংল্যান্ডকে ২৫০ – ৩০০ রানের লিড নিতে হবে। তবে রুট থাকায় ইংরেজরা  আশাবাদী ।