খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রথম ম্যাচে জামশেদপুরের সাথে ১-১ ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল ,সমর্থকদের আশা জেগেছিলো এইবারহয়তো ভালো ফল দেখা যাবে ,কিন্তু এরপর চেন্নাই য়ের সাথে ড্র এবং ওড়িশা ও গোয়ার কাছে হারার ফলে খেলোয়াড়দের মনোবল তলানিতেএসে পৌঁছে চে । এই অবস্থায় আগামীকাল ইস্টবেঙ্গল আগামীকাল খেলতে নামছে কেরালা ব্ল্যাস্টাসের বিরুদ্ধে এই ম্যাচ জিততে মরিয়া খেলোয়াড় ও কোচ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...