খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে গোয়ার গিএমসি অ্যাথলেটিক্স স্টেডিয়ামে রাত ৯:৩০ মিনিটে মুখোমুখি হচ্ছেন গোয়া এবং বেঙ্গালুরুএফসি । লিগে টেবিলে বেঙ্গালুরুর বর্তমান অবস্থান অষ্টম স্থানে এবং গোয়ার অবস্থান ১০ নম্বর স্থানে ।এই অবস্থায় ফুটবল বোদ্ধাদের মতে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে দুটি দল ই । গোয়ার প্রধান ভরসা তাদের অধিনায়ক এডু বেদিয়া যিনি ডেড বল সিচুয়েশনে খুব সফল অপরদিকে বেঙ্গালুরুর ভরসা সুনীল ছেত্রী,উদান্তা সিংহ এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...