আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন গোয়া এবং বেঙ্গালুরু

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে গোয়ার গিএমসি অ্যাথলেটিক্স স্টেডিয়ামে রাত ৯:৩০ মিনিটে মুখোমুখি হচ্ছেন গোয়া এবং বেঙ্গালুরুএফসি । লিগে টেবিলে বেঙ্গালুরুর বর্তমান অবস্থান অষ্টম স্থানে এবং গোয়ার অবস্থান ১০ নম্বর স্থানে ।এই অবস্থায় ফুটবল বোদ্ধাদের মতে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে দুটি দল ই । গোয়ার প্রধান ভরসা তাদের অধিনায়ক এডু বেদিয়া যিনি ডেড বল সিচুয়েশনে খুব সফল অপরদিকে বেঙ্গালুরুর ভরসা সুনীল ছেত্রী,উদান্তা সিংহ এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা ।