খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে গোয়ার মাঠে ইস্টবেঙ্গল খেলতে চাইছে মরিয়া হয়ে কেরলের বিরুদ্ধে জয়ের জন্য ।আজকের ম্যাচে পাওয়া যাবে না অরিন্দম ভট্টাচার্য এবং ড্যারেন সিডওয়াল কে ।এই অবস্থায় ইস্টবেঙ্গল কোচ বলেন আমরা খুব কোনঠাসা অবস্থায় আছিসমর্থকদের মনের ভাব বুজতে পারছি ।৫ টি ম্যাচের একটি তেও জয় পায়নি ইস্টবেঙ্গল অপরদিকে কেরালা তার প্রথম জয় পায় গত ম্যাচে
সুতরাং একটি লড়াই আশা করছেন সমর্থকেরা ।