এই বার অন্ধ্র প্রদেশে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিললো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ধীরে ধীরে ভারতের সব রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভারিয়ান্ট ওমিক্রিনের সংখ্যা ।চিকিৎসকরা উদ্বিগ্ন এই সব আক্রান্তদের কোনো উপসর্গ না থাকায় ।এই বার অন্ধ্র প্রদেশেও সন্ধান মিলে গেলো ওমিক্রিন আক্রান্ত রুগীর বয়েস ৩৪ বছর সবে মাত্র আয়ারল্যান্ড থেকে তিনি দেশে ফিরেছিলেন ।সব থেকে আশ্চর্যয়ের ব্যাপার ওই ব্যক্তির আরটিপিয়ার নেগেটিভ ছিল কোনো উপসর্গ নেই ,বিশেষ পরীক্ষায় তে তার ওমিক্রিন ধরা পরে, তিনি আইসোলেশনে আছেন ।