চা প্রেমীদের জন্য সুসংবাদ বাজার থেকে ছোট্ট এক কাপ দুধ অথবা লিকার চা কিনতে খরচ পরে ৬ টাকা
আবার কোথায় কোথায় বড় দুধ চায়ের দাম ৭-১০ টাকা অব্দি আছে । কল্যাণীর বিদ্যাসাগর মোড়ে উষারানী দেবী গত ২১ বছর ধরে নিজের হাতেছোট্ট দোকানটি সামলাচ্ছেন যেইখানে ১ টাকা তে পাওয়া যায় লিকার ও দুধ চা । ২০০০ সালে যখন এই দোকান শুরু হয় তখন চায়ের দাম ছিল ৪০ পয়সা তবে স্বাদ একটুও কমেনি ।