যুবররাজের পরে সব থেকে বেশি দামে আইপিএলে বিক্রি হলো ঈশান কিষান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আইপিএল ২০২২ সালে ক্রিকেট খেলোয়াড়দের যে নিলাম আজকে অনুষ্ঠিত হয় তাতে সব থেকে বেশি দাম পেলো ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান ।তার মূল্য ওঠে ১৫.২৫ কোটি টাকা । তিনি আবারো মুম্বাই ইন্ডিয়ান সে ফিরে এলেন ।২০১৬ সালেতিনি আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন ।২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান তাকে কিনে নেয় ৬.২ কোটি টাকা তে ,২০২০সিজনে তিনি মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন করেছিলেন ৫১৬ রান স্ট্রাইক রেট ১৪৫.৭৬।