দেশে সোনার দাম রেকর্ড স্পর্শ করলো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো ,বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের সংখ্যা বাড়ায় ফের দেশে শুরু হয়েছে সোনারচাহিদা ।তার প্রভাব পড়েছে সোনার দামের উপরে ।গতকাল ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকার সোনার দাম ৫০ হাজার ৫৫০ পৌঁছে চে জিএসটি ছাড়া।বিশেষজ্ঞ রা বলেছেন রাশিয়া -উক্রেনের সীমান্ত সমস্যা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আশঙ্কা ,মার্কিন যুক্ত রাষ্ট্রে মূল্যবৃদ্ধির ফলে
ডলারের চাহিদা কমায় সোনার চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ ।